বিকাল বার্তা ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাউরবাগ (বাংলাবাজার) হতে রাণীগঞ্জ গ্রাম পর্যন্ত ডকিনদী, গোয়াইন-পিয়াইন নদী ও চেংগেরখাল নদীর উভয় পাড় নৌপথের ইজারা দিয়েছে বিআইডব্লিউটিএ। তবে ইজারাদার আওয়ামী লীগের দোসর এবং সরকারে দুই কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া, এছাড়া ইজারার মূল্য বৃদ্ধিতে না করে সিন্ডিকেটের মাধ্যমে ৫৭ লাখ টাকার ইজারা হওয়ায় বিআইডব্লিউটিএ’তে ইজারা বাতিল চেয়ে সোমবার সিলেটের ক’জন বিএনপি পন্থী ব্যবসায়ীরা একটি অভিযোগ দাখিল করবেন।
বিগত ২০২১-২২ অর্থবছরে ইজারা দেওয়া হয় ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। এরপর আর কোন ইজারা দেওয়া হয়নি। কিন্তু দুই বছর পর ইজারা মূল্য বৃদ্ধি না করে সিন্ডিকেটের মাধ্যমে ৫৭ লাখ টাকার ইজারা ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের দোসর মনিরুল কবির। এতে করে সরকারের দুই কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে।
মনিরুল কবির এর আগে ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স এস এল এন্টারপ্রাইজের ম্যানেজারের দায়িত্বে পালন করছিলেন। মেসার্স এস এল এন্টারপ্রাইজের মালিক গোয়াইনঘাটের আওয়ামী লীগের পলাতক নেতা সুবাস দাস ও আওয়ামী লীগের পলাতক নেতা মুজিবুর রহমান। এখন তারা নেপথ্যে থেকে সিন্ডিকেট তৈরি করে মনিরুল কবিরকে দিয়ে দুই কোটি টাকার টেন্ডার মাত্র ৫৭ লাখ টাকায় হাতিয়ে নিয়েছেন।
এই সিন্ডিকেট জুলাই ছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থীদের উপর নৃশংসতা চালানো একাধিক মামলার পলাতক আসামী গোয়াইনঘাটের আওয়ামী লীগের পলাতক নেতা সুবাস দাস ও আওয়ামী লীগের পলাতক নেতা মুজিবুর রহমান এবং সাংবাদিক পরিচয় দানকারি মতিন। এনিয়ে বিএনপি পন্থী ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, নৌপথ বিআইডব্লিউটিএর আশুগঞ্জ-ভৈরববাজার নদীবন্দর শাখার অধীন এর মধ্যে গোয়াইনঘাটের বাউরবাগ রানীগঞ্জ গ্রাম পর্যন্ত ডকি নদ, গোয়াইন নদী- পিয়াইন নদী ও চেঙ্গের খাল ঘাট প্রতিবছর ইজারা দেয় বিআইডব্লিউটিএ। মেসার্স এস এল এন্টারপ্রাইজ ওই সময় ইজারা নেয়। গত ২০২১-২২ অর্থবছরে উল্লিখিত নৌপথের ইজারামূল্য ছিল ১ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। ততকালীন সময় করোনা পরিস্থিতির কারণে লকডাউনে নৌপথ বন্ধ থাকে। পরে একটি সেতু রক্ষায় নৌচলাচল বন্ধের ঘোষণায় দুই কোটি টাকা ক্ষতি হওয়ার কথা জানিয়ে ইজারার টাকা ফেরত চেয়েছিলো ইজারাদার প্রতিষ্ঠান। এরপর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স এস এল এন্টারপ্রাইজ ক্ষতি হওয়ার দোহাই দিয়ে বিগত ২০২৩-২৪ অর্থবছরে বিনা টেন্ডারে বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের ম্যানেজ করে ইজারা ছাড়া খাস কালেকশন আদায় করেন মেসার্স এস এল এন্টারপ্রাইজ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বন্দর বিভাগের নিয়ন্ত্রণাধীন ঘাট, পয়েন্ট ও খাল টোল স্টেশন সমূহের জন্য ২০২৫-২৬ অর্থ বছরের ইজারা দেওয়া হয়।
গত মঙ্গলবার ২৯ এপ্রিল টেন্ডার দেওয়া হয়েছে। এতে করে উক্ত টেন্ডার ৫৭ লাখ টাকায় হাতিয়ে নিয়েছেন জনৈক মনিরুল কবির। বিষয়টি জানতে মনিরুল কবিরের মুঠোফোনে কল করলে তা বন্ধ দেখায়।
একটি সূত্র জানিয়েছে, ইজারার ঘটনা প্রকাশের পর বিপাকে পড়েছেন গোয়াইনঘাট আওয়ামী লীগের পলাতক নেতা সুবাস দাস, আওয়ামী লীগের পলাতক নেতা মুজিবুর রহমান কথিত সাংবাদিক মতিন ও সুভাস মুজিবের ম্যানেজার আওয়ামী লীগের দোসর মনিরুল কবির। তারা ইজারাটি বাতিল হবে ভেবে ইজারাটি বিক্রির পরিকল্পনা করছেন।
নাম না প্রকাশ করা শর্তে গোয়াইনঘাটের একজন গণমাধ্যমকর্মী জানান, জুলাই ছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থীদের উপর নৃশংসতা চালানো একাধিক মামলার পলাতক আসামী গোয়াইনঘাট আওয়ামী লীগের নেতা সুবাস দাস ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান প্রবাসে থেকে কথিত সাংবাদিক মতিনকে দিয়ে তাদেরই ম্যানেজার আওয়ামী লীগের দোসর মনিরুল কবিরের মাধ্যমে বালুর ইজারা বাগিয়ে নেয়। ইজারার বিষয়ে স্থানীয় সাংবাদিকরাও জানেন, তবে মোটা অংকের টাকার আশায় তারাও তা প্রকাশ করেনি!
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ