1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
সিলেটে সম্পত্তি আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। - Bikal barta
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৬:১২|
সংবাদ শিরোনামঃ
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সিলেট আগমন সোমবার জামায়াতের শোকরানা মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধে। ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ৪ জনের মৃত্যু আহত ১ আওয়ামীলীগ নিষিদ্ধ করণে গণঅধিকার পরিষদের আলোচনা ও পথসভা অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের দুধ দিয়ে গোসল, ভিডিও ভাইরাল মন চায় ভাঙ্গায় বাড়ি থেকে গভীরাতে এক যুবকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা সুনামগঞ্জের জগন্নাথপুরে পলাতক সহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার কৃষি উন্নয়ন ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নীলফামারী জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউএনওর পদত্যাগসহ তিন দাবি বিশ্বম্ভরপুর ছাত্র জনতার লংমার্চ

সিলেটে সম্পত্তি আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪,
  • 145 জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার সিলেটঃ সিলেটের বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলা প্রশাসক বরাবরে নগরীতে বন্দোবস্তকৃত সরকারি ভিপি সম্পত্তি আত্মসাতের অভিযোগে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী সতীশ দেব নাথ ঝন্টু। গত ২৯ ফেব্রুয়ারী এ অভিযোগ করা হয়েছে। সিলেট নগরীতে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এবং অসৎ তৎপরতায় রাতের আধারে কয়েক কোটি টাকার সম্পত্তি সিলেট নগরীর জামতলায় দখল করে আস্তানা গেঁড়েছে একটি মহল।

প্রশাসনের কাছে দায়ের করা লিখিত অভিযোগে তিনি বলেন, সিলেট নগরীর জামতলায় অবস্থিত পুকুর ডোবা রকম ভিপি ভূমি ২৯৪/৭৬-৭৭ মামলা এর অর্ন্তভুক্ত বিগত ১৮/০৯/২০০৫ ইং তারিখে এস এ ভিপি ৪৯৬ নং স্মারকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় হতে ভিপি ভুক্ত সম্পত্তি বন্ধোবস্ত গ্রহণ করে ভুমির চারদিক সীমানা সংস্কার রক্ষনাবেক্ষণ মাটি ভরাট উন্নয়ন সাধন করে লাখ লাখ টাকা ব্যয় করেন। এই ভুমির বন্দোবস্ত গ্রহণ কালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের ১ম শ্রেণির বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইরশাদুল হক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ফোর্স এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রশাসনের উপস্থিতিতে আইন কানুন মেনে সতীশ দেব নাথ ঝন্টুকে উক্ত ভুমির দখল দায় দায়িত্বসমজিয়ে দেওয়া হয়। পরে এই ভূমিতে কুদৃষ্টি পড়ে একটি ভুমি খেকো মহলের। এই চক্রটি উক্ত ভুমি অন্যায়ভাবে আত্নসাৎ করতে বিভিন্ন সময় উক্ত জায়গার দখল ও বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিকে হুমকি, ভয়ভীতি অব্যাহত রাখে। এ ব্যাপারে ভুক্তভোগী সতীশ দেবনাথ ঝন্টু সিলেট কোতোয়ালী থানায় গত ২১/০২/২০০৮ ইং তারিখে ১৪০৩ নং একটি সাধারণ ডায়েরি করেন। অন্যদিকে ভুমি খেকো চক্র সরকারের বিরোধী একটি গোষ্ঠিকে ভাড়া করে প্রতি নিয়ত মানববন্ধন, স্মারকলিপি প্রভৃতি আন্দোলন করে অসৎ তৎপরতার মুখে সিলেট জেলা প্রশাসক উক্ত ভিপি ভুমির বন্দোবস্তটি গত ১০/০৪/২০০৬ইং ভিপি ১০২ (২) এস. এ স্মারকে বাতিল করেন।

এই আদেশের বিরুদ্ধে সতীশ দেব নাথ ঝন্টু বিভাগীয় কমিশনার রাজস্ব আদালতে মিস কেইস নং ১৫/২০০৬ আপিল করেন। আপিলে গত ০১/০৬/২০০৬ ইং শুনানীতে উক্ত ভুমির বন্ধোবস্ত পুনর্বহালে স্থিতাবস্থার আদেশ দেন। সে জন্য ভুমির দখলে থেকে সতীশ দেবনাথ ঝন্টু নিয়মিত ভুমির খাজনা দিতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন এবং মহামান্য হাই কোর্টে রিট পিটিশন ৪৪২৭/২০০৬ দায়ের করলে মহামান্য হাইকোর্ট পূণঃবন্দোবস্ত এবং খাজনা গ্রহনের আদেশ প্রদান করলে জেলা প্রশাসক খাজনা গ্রহন পূর্বক বন্দোবস্ত বহাল করেন।

বিগত সরকারী গেজেটে ভুলবশত তপশিল বর্ণিত ভুমি ‘খ’ গেজেটে লিপিবদ্ধ হয়। এই ভুল সংশোধনের জন্য গত ২৪/০৩/২০১৪ ইং সিলেট জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়। জেলা প্রশাসক এই ভু-সম্পত্তি ‘ক’ গেজেটে সংশোধনের জন্য গত ৩০/০৪/২০১৪ইং ৪৭১ নং স্মারকে বিষয়টি ভুমি মন্ত্রনালয়ে প্রেরণ করেন। সরকারী গেজেটে প্রদর্শণী ‘ক’ উপস্থাপিত পর্যালোচনায় দেখা যায়, ৫৬২৯, ৫৬৫৫ নং দাগ লিপিবদ্ধ রয়েছে । কিন্তু গেজেটে ভুলবশত ৫৬৫৪ দাগ বাদ পড়েছে। ভুক্তভোগী সতীশ দেব নাথ ঝন্টু জীবনের সর্বস্ব খুইয়ে বন্ধোবস্তকৃত ভুমি রক্ষা করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বন্ধোবস্তকৃত সম্পত্তি তিনির নামে ফিরে পেতে এবং অসৎ দূনীতিবাজ চক্রের কবল থেকে বিতর্কিত নামজারী, রায় বাতিল করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

বর্তমানে ভিপি মামলা নং ২৯৪/১৯৭৬-৭৭ নামে অর্পিত সম্পত্তি ‘ক’ গেজেটে অর্ন্তভুক্ত থাকা সত্বেও তাহা অবমুক্ত না করে নামজারী মোকদ্দমা নং ২৮৮৬/১৫-১৬ মূলে কতিপয় ব্যক্তিগণের নামে নামজারী আবেদন করলে সদস্য ২, ভুমি আপিল বোর্ডের ২-৩৫/১৮ইং মামলার আদেশ অনুযায়ী উল্লেখিত নামজারী নম্বর উল্লেখ না করে নতুন কল্পে নাঃ মোঃ নং ৩৪৯ (১দ্ধ১) ২৩-২৪ নামজারী মূলে মহানগর রাজস্ব ভুমি অফিসের অসাধুকর্মকর্তাদের যোগাযোগীতে উক্ত জায়গা অসৎ ভাবে নামজারী করে তার দখলকৃত ভূমি আত্নসাত করার উদ্দেশ্যে রাতের আধারে দখল করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!