।
বন্যার সময় করনীয়
১/ শুকনো খাবার ঘরে রাখুন।
২/ মোমবাতি বা হারিকেন গ্যাস লাইট মজুত রাখুন।
৩/উঁচু জায়গায় জামা কাপড় উঠিয়ে রাখুন।
৪/ গরু ছাগল উঁচু জায়গায় সরিয়ে রাখুন।
৫/ পানি বন্দী মানুষ গুলো কে সরিয়ে নিয়ে উঁচু জায়গায় অথবা বিল্ডিংয়ে আশ্রয় নিতে সাহায্য করুন।
৬/ বন্যার পানি না ফুটিয়ে ভুলে ও পান করবেন না।
৭/ বন্যার পনিতে বিষধর সাপ বিচচু থাকে তাই অযথা কেউ পানিতে নামবেন না, নামলে সাথে লাঠি রাখুন।
৮/ যাদের পুকুরে মাছ আছে তারা পুকুরের চারপাশে জাল দিয়ে আটকে রাখুন যাতে মাছ বেড়িয়ে যেতে না পারে।
৯/ খাবার
স্যালাইন,প্যারাসিটামল,হিস্টাসিন,ফলাজিল জাতীয় ঔষধ ঘরে রাখুন।
১০/ যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের দিকে সাহায্যের হাত বাড়ান বা সাহায্য করুন।
মনে রাখবেন বিপদ আজ আমার কাল আপনার
বিনীত
রাসেল আহমেদ সাগর
ব্যবস্থাপনা সম্পাদক
জাতীয় দৈনিক বিকাল বার্তা