বিকাল বার্তা ডেস্ক>
সিলেটের শাহপরাণ থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে ১৬৫ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মো) শাহপরাণ (রহঃ) থানাধীন কুশিঘাট ও সাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক জব্দ করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শাহপরাণ (রহঃ) থানাধীন কুশিঘাট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শাহীন মিয়া নামে একজন।
অপরদিকে, সাদিপুরে একটি ঘরে অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় দিলারা খাতুন (৪০) ও আফজল মিয়া (২৮) নামে দুইজকে আটক করা হয়। জব্দ করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ