সিলেট ব্যুরো ::
সিলেটের বিআইডিসি এলাকার বহর ও খাদিম নগর মৌজায় অভিযান চালিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)।
শনিবার আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর শাহ্পরান থানা শাখার সভাপতি নির্যাতিত সাংবাদিক মোঃ মঈন উদ্দিনকে সাথে নিয়ে বিআই ডিসি বহর কলেনীর ভিতরে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড এলাকায় ভূমিখেকো, টিলা খেকোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার এসিল্যান্ড, খাদিম ইউনিয়ন ভূমি কর্মকর্তা(তহশীলদার) প্রমূখ।
উল্লেখ্য গত ১৩ এপ্রিল মধ্যে রাতে ভূমিখেকো, টিলা খেকো, গাছ চোর এবং মাদক ব্যসায়ীরা জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর শাহ্পরান থানা শাখার সভাপতি সাংবাদিক মঈন উদ্দিনকে একা পেয়ে রাতভর অমানুষিক নির্যাতন করে তার ক্যামেরা টাকা পয়সা ছিনিয়ে নেয়। পরে সকালে আরেক দফা শারীরিক নির্যাতন করে চোর- ডাকাত এর মিথ্যা অপবাদ দিয়ে ৩শত টাকার ননজুডিশিয়াল সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়, এবং সেই নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মানহানি করে। সেই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকা প্রশ্নবিদ্ধ।