স্টাফ রিপোর্টার >
সিলেট সীমান্তে চোরাচালান সব সময় লেগেই থাকে। তবে জেলার গোয়াইনঘাট সীমান্তের ২ নং াফলংয়ে চোরাচালানীরা এবার সম্পূর্ণ বেপরোয়া হয়ে ওঠেছে।
রাত নামলেই উপজেলার ২ নং পশ্চিম জাফলং সীমান্ত দিয়ে খরস্রোত নদীর কচুরিপনার মত ভেসে আসতে শুরু করেছে ভারতীয় কসমেটিকসহ মাদক অস্ত্র চেরাই বিভিন্ন পন্য।
কসমেটিক মাদক অস্ত্র চোরাচালান অন্য সময়ের তুলনায় বৃদ্ধি পেয়ে জমজমাট আকার ধারণ করেছে। পাশপাশি বৃদ্ধি পেয়েছে লাইনম্যান খ্যাত শ্যাম কালা ও আলামিন বুলবুল ও আজাদের নির্ঘুম অপ-তৎপরতা্।
স্থানীরা জানান, ২ নং পশ্চিম জাফলং সোনারহাট বিজিবি ক্যাম্পের অসাধু সদস্যদের কে থানা মেনেজ করে লামাপুঞ্জির খোকা ও মাখাই উপজাতির প্রভাব খাটিয়ে তারা লক্ষ টাকার মালিক।পার্শবর্তী ভারতের মেঘালয়া রাজ্যের খাসিয়া স্রিপুর হয়ে সন্ধ্যা থেকে শুরু করে পূরো রাত অবিরাম আসতে থাকে গরু ও কসমেটিকের চালান। আলামিন ও শ্যাম কালা সিন্ডিকেট সারা দিন ঘুম পাড়িয়ে সন্ধ্যার আগেই ইলেকিট্রক টর্চলাইট হাতে নেমে পড়ে মাঠে। রাতভর চোরা কারাবারিদের লাখ লাখ টাকার ঘুষের লেনদেন হয় স্থানীয় প্রশাসনের লাইনম্যান আলামিন ও শ্যাম কালার সাথে।মোট কথা জাফলং সোনারহাট সীমান্ত হচ্ছে আল আমিন ও কালা সিন্ডিকেট।
গোয়য়াইনঘাট থানাধীন ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের সোনারহাট সীমান্তই হচ্ছে চোরাচালানীদের প্রধান করিডোর। বিজিবি কর্তাদের মনোনীত লাইনম্যান আলামিন ও শ্যাম কালা রাতভর বখরা আদায় করে থাকে।
আলামিন কালা প্রতিটি ভারতীয় কসমেটিক প্রতিবস্তা থেকে টাকা চোরাকারকারিদের কাছ থেকে আদায় করে থাকে। এ ভাবেই প্রতিরাতে এই সিন্ডিকেট লাখ লাখ টাকার বখরা আদায় করে তাদের কমিশন নিয়ে থাকে।অভিযোগে প্রকাশ, গোয়াইনঘাট থানাধীন ২ নং পশ্চিম জাফলং সীমান্তে নিযুক্তীরা হচ্ছে- আস্থাভাজন ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামের শ্যামকালা, ইউনিয়নের লক্ষণছড়া গ্রামের আল-আমিন,।বুলবুল ও আজাদ সহ তাদের একটি সিন্ডিকেট।
আগামী পর্বে থাকবে গোয়াইনঘাট সীমান্তের বিশেষ প্রতিবেদন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ