স্টাফ রিপোর্টার, এস এম সানিয়া মাসুদ>>
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরোতর আহত সিসকর ২৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নোমান আহমদ।
স্থানীয় সুত্রে জানা যায় শুক্রবার ৯ মে বিকাল ৩.০০ ঘটিকার সময় প্রতিদিনের মতো নোমান আহমদ তাহার মোটর বাইক নিয়ে সাধুর বাজার যমুনা ডিপোর কাছে যাওয়া মাত্র চিহ্নিত ছিনতাইকারী গালকাটা শিপলু, মোটর সাইকেল চোর ফয়েজসহ ৩/৪ জন তাহার মোটর বাইকের গতিরোধ করে নোমানের সাথে থাকা ২ লক্ষ টাকা নিতে চেষ্টা করে একপর্যায়ে তাকে এলোপাতাড়ি উপযুপুরি ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে নোমানকে সুরমা নদীতে ফেলে দেয়।
পরে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় এক ব্যক্তি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তাহার অবস্থা খুবই আশংকাজনক। ডাক্তার বলেছে তাকে কমপক্ষে ৫ ব্যাগ রক্ত দিতে হবে।
ছিনতাইকারীর হামলায় আহত নোমান আহমদ সময় টিভি বাংলা’র প্রধান সম্পাদক ইউকে প্রবাসী ইমরান হাসনাত জুম্মান এর ছোট ভাই এবং তালাশ টিভি ডট লাইভ এর স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল এর সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক সালমান জামানের বড় ভাই।
ছিনতাইকারী গালকাটা শিপলু দক্ষিণ সুরমার খোঁজারখলা এলাকার একটি কলোনীতে বসবাস করে। তাহার বাবার নাম আব্দুল হান্নান। শিপলু ও ফয়েজ দক্ষিণ সুরমার সকল জুয়ার আস্তানা ও মাদক স্পট থেকে নিয়মিত চাঁদা আদায় করে। বিশেষ করে সাধুর বাজার, বাঁশপালা মার্কেট, জিঞ্জিরশাহর মাজার, মেতরপট্টি,ক্বীন ব্রিজের নীচ থেকে চাঁদা আদায় করে। তারা দুজন মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের সদস্য।
এব্যপারে দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন ঘটনাটি আসলে আভ্যন্তরীন বিষয়। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন নোমান বসা ছিলো এসময় শিপলু ও ফয়েজ তাকে স্টেপিং করে চলে যায়। এখনো অভিযোগ আসেনি, অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ