ওয়াসিম শেখ, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি ব্রিজের তিনটি গার্ডার ধসে পড়ে জুবায়ের (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও একজন। নিহত জুবায়ের সিরাজগঞ্জ সদরের মিরপুর গ্রামের মাহমুদ আলীর বড় ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪ইং ) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে নির্মাণাধীন বেসরকারি ইকোনমিক জোনের ভেতর ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে গার্ডার ধসের সময় সেখানে মো. হাফিজুল ইসলাম (২৪), জহুরুল ইসলাম (৬০) ও জুবায়ের (২২) নামের তিন শ্রমিক কাজ করছিলেন।এদের মধ্যে জুবায়ের গার্ডারের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার লাশ উদ্ধার করে।গার্ডারে কাজ করার সময় অল্পের জন্য রক্ষা পাওয়া শ্রমিক হাফিজুল ইসলাম বলেন, আমরা দুই গার্ডারের মাঝখানে ক্রস গার্ডারের কাজ করছিলাম। হঠাৎ গার্ডারগুলো ভেঙে পড়ে। এসময় আমি দৌঁড়ে সরে গেলেও বাকি দুজন সরতে পারেনি। পাশে কাজ করা কয়েকজন এগিয়ে এসে জহুরুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জুবায়ের এমনভাবে চাপা পড়েছিলেন যে, তাকে আমরা খুঁজেও পাইনি। আমরা কোনকিছু বুঝে ওঠার আগেই এই ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, খবর পাওয়ার পরেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আমরা জানতে পেরেছি এখানে তিনজন শ্রমিক কাজ করছিলেন। এর মধ্যে একজনকে আগেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।