ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা সর্ব সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা গোয়েন্দা (ডিবি) নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
বৃহস্পতিবার (২১শে মার্চ ২০২৪ইং) সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ২০শে মার্চ ২০২৪ইং রাত্রী ১১.২০ মিনিটের সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরের দক্ষিণ পার্শ্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ঢাকা হইতে দিনাজপুরগামী SHYAMOLI Business Class নামক বাস তল্লাশী চালাইয়া মোঃ সাজ্জাদ হোসেন(৩৫), নামের এক যুবকে আটক করে। মোঃ সাজ্জাদ হোসেন(৩৫) দিনাজপুর জেলার হাক্পিুর থানার সাতকুড়ি গ্রামের মোঃ গোলজার হোসেন ছেলে। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন এর হেফাজত হইতে ৩০০(তিনশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সাজ্জাদ হোসেন(৩৫) এর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ