আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ সিলেট প্রতিনিধি:
জকিগঞ্জ-কানাইঘাট উপজেলার সড়ক সংস্কার, স্বাস্থ্য সেবা নিশ্চিত, শিক্ষা ব্যবস্থার উন্নতি ও নদী ভাঙ্গন রোধকল্পে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৬ মে) সিলেটের কোর্ট পয়েন্টে দুপুরে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির ১ম সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, উন্নয়নবঞ্চিত জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে আগামী বুধবার থেকে মাসব্যাপী দুই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। দীর্ঘ এই সময়ের মধ্যেও যদি সরকারের টনক না নড়ে এবং দৃশ্যমান কোনো প্রক্রিয়া না দেখা গেলে আরো কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে জকিগঞ্জ ও কানাইঘাট থেকে সর্বস্তরের মানুষ নিয়ে আগামী ১৮ জুন সিলেট এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধন শেষে মিছিল সহকারে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপি নেতৃবৃন্দ সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন ও স্মরকলিপি প্রদানকারে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিক প্রমূখ।