ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দুপুরে ১লা মে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবসে শ্রমিকদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শ্রমিক কৃষক ও মেহনতি মানুষ তাদের ন্যায্য অধিকার ও গণতন্ত্রের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে।
কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, যুগ যুগ ধরে এদেশের শ্রমিকরা আজও লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত উপেক্ষিত তারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনা, তাদের সন্তানদের পড়ালেখার খরচ করতে পারে না, আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছি।
তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আমরা কৃষক শ্রমিক মজুর মেহনতি জনতার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক মুক্তির জন্য আমাদের এই সংগ্রাম এখনো শেষ হয় নাই, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এখনো প্রতিষ্ঠা হয় নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশের শ্রমিক কৃষক মেহনতির জনতার গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার, অর্থনৈতিক মুক্তির অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলছে লড়াই চলবে।
আন্তর্জাতিক মহান মে দিবস পালন উপলক্ষে ভাঙ্গা উপজেলা শ্রমির দলের এক র্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ভাঙ্গা মডেল মসজিদ এলাকা থেকে শ্রমিক দলের র্যালিতে অংশ নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে
দক্ষিণপাড় বাস স্ট্যান্ডে গিয়ে শেষ করেন।
এসময় র্যালিতে আরো অংশ নেন ভাঙ্গা উপজেলার সভাপতি ইকবাল হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা,যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাইদ মুন্সী, উপজেলা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু শ্রমিক দলের সভাপতি প্রার্থী কাওসার মোল্লা প্রমূখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ