মোঃ মাকসুদুর রহমান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ বিকাল ৪ টায় শহরের থানামোড় থেকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা আমীর হাফিজুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোরে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এর আগে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমীর হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। সেক্রেটারি আলহাজ্ব নুরজ্জামান বাদল, শেরপুর শহর শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন, গাজীপুর মহানগরীর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোঃ ফারদিন হাসান, শহর সহকারী সেক্রেটারি প্রভাষক মো: জাহিদ আনোয়ার প্রমুখ।