নুরুল কবির বিশেষ প্রতিনিধি।
চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত মাছবোঝাই ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে একজন নিহত হয়েছেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত মাছবোঝাই ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে একজন নিহত হয়েছেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত মাছবোঝাই ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৪০)। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এই ঘটনায় আহতরা হলেন হানিফ, আলভী, ওসমান, রুবেল, নজরুল ও বাপ্পী। সবার বাড়ি কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী চলন্ত ট্রাকের উপর হঠাৎ করেই মহাসড়কের পাশের একটি মরা গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মিজানুর রহমান নিহত হন এবং ছয়জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. জামশেদ উদ্দিন গিয়াস জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে মারা যাওয়ার বিষয়টি শুনেছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ