ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
রেলওয়ে স্টেশনে থাকা পাগলীর কোলে ফুটফুটে কন্যা সন্তান, লালন পালন নিয়ে দুশ্চিন্তা স্থানীয়দের ।
""দত্তক নিতে চাইলে যোগাযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা""
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামতৈল রেলওয়ে ষ্টেশনে দীর্ঘ চার বছর যাবৎ আশ্রয়ে থাকা মানষিক প্রতিবন্ধী রোজিনা (৩০) গত রাতে (১৮ই মার্চ ২০২৪) রাত ১১:৩০ মিনিটের সময় এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। দীর্ঘ চার বছর যাবৎ রোজিনার স্বামী তার সাথে না থাকায় এলাকায় কৌতূহল ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোজিনা জেলার তারাশ থানার রানিরহাট ইউনিয়নের মৃত মজিবর ও হামিদা দম্পতির মেয়ে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অফিসের সামনের চা দোকানদার জামতৈল এলাকার আব্দুস সালাম সেখ জানান, গতকাল দুপুরে প্রসব ব্যাথা শুরু হলে আমি একজন অভিজ্ঞ নারিকে নিয়ে আসি। সে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও কোন সমাধান না হলে আমি ও আনোয়ার তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে হসপিটালের সহযোগিতায় বাচ্চা ডেলিভারি হয়। পরে আবার জামতৈল রেলওয়ে ষ্টেশনে নিয়ে এসে তার ঝুপড়ী ঘরের মধ্যে এনে রেখে দেই। এখন এই বাচ্চাকে নিয়ে খুব দুঃচিন্তার মধ্যে আছি। কারণ এই বাচ্চার বাবা খুজে পাচ্ছি না। পাগলি এই বাচ্চাকে লালন করবে কিভাবে?
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইবরাহিম জানান, গতকাল রাতে কিছু লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। পরে নার্সদের সার্বিক সহযোগিতায় নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়। সকালে স্থানীয় লোকজনই অভিভাবক হয়ে মা এবং সন্তানকে নিয়ে যায়। তবে বাচ্চাটি এখন খোলা যায়গায় রাখা নিরাপদ নয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা জানান, ঘটনাটি সম্পর্কে আমি অবগত হয়েছি এবং বাচ্চাটির কাছে উপজেলা সমাজসেবা অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সুমা খাতুনকে পাঠাচ্ছি। তারা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ