,,,,,,আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার,,,,,,
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যেন পিঁছুই ছাড়ছে না রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রকে। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে এই প্রকল্প থেকে অর্থ লোপাটের অভিযোগের পর প্রতিষ্ঠানটির সকল নিয়োগে দলীয় ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এবার, শুধু আওয়ামী পরিবারের সদস্য না হওয়ার অপরাধে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়াসহ সকল শর্ত পূরণ করেও নিয়োগ না দেওয়ার অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চাকরিবঞ্চিতরা।
বুধবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করার কথা জানান তারা।
নিয়োগ বঞ্চিতদের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা অন্তত অর্ধশতাধিক সাইন্টিস্ট/ক্যামিস্ট বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। কিন্তু, আমাদের পরিবার বিএনপি-জামায়াতপন্থি বলে সম্পূর্ণ নিয়ম অমান্য করে আমাদেরকে নিয়োগ না দিয়ে বেছে ছাত্রলীগ কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। এতে আমরা চরমভাবে বৈষম্যের শিকার হয়েছি। আমরা শুধু বৈষম্যের শিকারই নয়, পুরো প্রকল্পে বেছে বেছে একটি দলের কর্মীদের নিয়োগ দেওয়ায় রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি একটি রাজনৈতিক দলের নিজস্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এতে নিরাপত্তা নিয়েও ঝুঁকি তৈরি হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা বার বার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বৈষম্যের বিষয়টি অবহিত করে দৃষ্টি আকর্ষণ করলেও গত ৫ মাসে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে আমরা নিয়োগবঞ্চিতরা আগামীকাল ১৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ (বৃহস্পতিবার) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ