হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা অবহিতকরণ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের দেওড়া বাজারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই সভায় রায়কালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক মেম্বার শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মোঃ আলমগীর হোসেন বিপ্লব, রাশেদুল ইসলাম ও শাকিল আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সদস্য আব্দুস ছামাদ বাবু, জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট হারুনুর রশিদ হারুন, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, আক্কেলপুর উপজেলা বিএনপির সদস্য এম কেরামত আলী, আক্কেলপুর পৌর বিএনপির সদস্য মোহাম্মদ ওয়াহেদ প্রামাণিক, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান, আক্কেলপুর পৌর বিএনপির সদস্য মামুনুর রহমান মামুন, জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের ১নং সদস্য ও জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, আক্কেলপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ও আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ডিএম জাকির হোসেন, রায়কালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মতু, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ বয়েজ মন্ডল, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা ইয়াকুব আলী, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা খায়ের মেম্বার, রায়কালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরীফ মেম্বার, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা হারুনুর রশিদ, ২নং ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল তালুকদার, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা ফুলবর মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপি নেতা জহুরুল আলম এবং মহিলা দলের নেত্রী মুন্নি আরাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাদের মতামত তুলে ধরেন।