(রামপাল )বাগেরহাট সংবাদদাতা:
রামপাল থানা পুলিশের অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আটক সুব্রত রায়কে মঙ্গলবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করেছে।
জানা গেছে, রামপাল থানার এসআই দীনেশ ঘোষ ফোর্সসহ সোমবার (২৯ জানুয়ারী) রাত ৯ টায় হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় সুব্রত রায়ের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তার অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করেন। আটক সুব্রত কাঠামারী গ্রামের মৃত নিরোধ বিহারী রায়ের ছেলে।
মাদক কারবারি আটক ও আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ। তিনি জানান, মাদক কারবারিদের ধরার অভিযান জোরদার করা হয়েছে।