(এস,এম, আলতাব হোসেন –বিশেষ প্রতিনিধি)–সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮নং পাঙ্গাসী ইউনিয়নে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ মা বিদ্যা নিকেতন এন্ড প্রি-ক্যাডেট একাডেমি কর্তৃক গত ২০২৪শিক্ষাবর্ষ,বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমজাদ হোসেন খান, শিক্ষা অনুরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব শ্রী দীপক কুমার নাগ,শিক্ষক-বৈকুণ্ঠপুর উচ্চ বিদ্যালয়।সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সার্বিক তত্ত্বাবধায়ক জনাব মোঃ রুহুল আমিন ওরফে আব্দুল হালিম -প্রিন্সিপাল,অত্র বিদ্যালয়।পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্টানের কার্যক্রম শুরু হয়। পরে গীতা পাঠ করেন। তারপর ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার শিক্ষার্থীসহ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় সকলের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ ও বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত আমন্ত্রীত অতিথি বৃন্দ। অনুষ্ঠানের কার্যসূচী অনুযায়ী যথাযথ ভাবে চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বাচীত কবিতা আবৃত্তি। আবৃত্তিতে অংশ গ্রহন করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী নাইমা,জায়ান,নুসাইবা,হাসান, আব্দুলাহ,অনিন্দিতা সহ অনেক শিক্ষার্থী।নৃত্যে অংশ নেয়-নুসাইবা,রুকাইয়া,অনিন্দিতা,জিহাদ সহ আরো অনেক শিক্ষার্থী।গ্রুপ নৃত্যে অংশ নেয়-নিঝুম ও তার দল।শোভন ও তার দল। রুকাইয়া ও তার দল। ক্রিয়া প্রতিযোগিতায় বালক ক গুপে দৌড় প্রতিযোগীতায় পর্যায়ক্রমে প্রথম হয় প্রত্যয়,দ্বিতীয় হয় সোহান, তৃতীয়
হয আঃ রহমান।বালিকা ক গ্রুপে দৌড় প্রতিযোগীতায় লামিয়া খাতুন, ১ম,নাবিলা ২য়,সামিয়া তৃতীয়। বিস্কুট দৌড়ে বালক ক গ্রুপে মাশরাফি ১ম,জায়ান,২য়,নোমান ৩য়।বালিকা( ক) বিস্কুট দৌড়ে -ফাবিহা-১ম,নাবিলা ২য়,লামিয়া ৩য়।বালক( খ) দৌড়ে -কৃষ্ণ চক্রবর্তী১ম,মাহদী-২য়,রিয়াদ ৩য়।বালিকা (খ)-দৌড়ে -ফাতেমা-১ম,ফাহিমা -২য,মাছুমা-৩য়।বালক – (খ)-বিস্কুট দৌড়ে –রিয়াদ-১স,মিজানুর -২য়,মাহদী-৩য়।বালিকা (খ)-বিস্কুট দৌড়ে -মাছুমা-১ম,মাহি-২য়,ফাহিমা -৩য়।বালক (গ)দৌড়ে -তামিম-১মসাম্য-২য়,জাহিদ -৩য়।বালিকা -(গ)দৌড়ে -ইসরাত জাহান মনি-১ম,ময়না -২য়,নিঝুম -৩য়। বালক -(গ) মোরগ লড়াই এ -সাম্য-প্রথম,তাইজুল ২য়, সায়াদ-৩য়।বালিকা (গ)অংক দৌড়ে -ময়না -১ম নিঝুম -২য়,হুরাইরা -৩য়।বালক -(ঘ)-দৌড়ে -মোহাব্বত – ১ম, আমির হামজা -২য়, হুজাইফা-৩য়।বালিকা -(ঘ)অংক দৌড়ে -মেঘলা -১ম,মেোকারমা-২য়,খাদিজা -৩য়।বালক -(ঘ)-মোরগ লড়াই –এ আমির হামজা -১ম,জাহিদ -২য়,মোরছালিন-৩য়।বালিকা( -ঘ)-পুকুর পাড়-খাদিজা-১ম,মেঘলা২য,ছোয়া-৩য়।বালক (ঙ)-অংক দৌড়ে মাহিম-১ম,ঈশাত২য়, ফাহিম -৩য়,বালিকা (ঙ)অংক দৌড়ে -ইভা খাতুন ১ম, মৌমিতা-২য়, পাখী ভাদুড়ী ৩য়। বালক (য)-মোরগ লড়াই -এ আব্দুল্লাহ( ২)১ম,ঈশাত-২য় তূর্যয়-৩য়।বালিকা ( ঙ) রশি ঘুড়ানো খেলায় -নিঝুম -১ম,মীম -২য়, রুকাইয়া -৩য়।অভিভাবক মহোদয়ের চেয়ার খেলায় তানিয়া বেগম -১ম,সুরাইয়া বেগম ২য়,আমিনা মেডাম -৩য় স্থান অধিকার করে এবং করেন।সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন এবং সবাইকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে উক্ত অনুষ্টানের সমাপ্তি ঘোষণা করেন সম্মানিত সভাপতি জনাব মোঃ রুহুল আমিন ওরফে আব্দুল হালিম। অধ্যক্ষ মা বিদ্যা নিকেতন এন্ড প্রি- ক্যাডেট একাডেমি।