চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:
চরফ্যাসনে ঘুরতে আশা তিন পর্যটককে দফায় দফায় মারধর করে তাদের ব্যবহারকৃত দুটি মোবাইল ও বিকাশের নগদ ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটেদের বিরুদ্ধে। সোমবার দুপুরে দিকে চরফ্যাসন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের পূর্বপাশের স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন,এ বিষয়ে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়,বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া পবন (১৯), বিজয় দাস (১৯) ও অভি (১৫) সহ তিন বন্ধু চরফ্যাসনে ঘুরতে আসেন। এসময় বখাটেরা তাদের নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ও বিকাশের ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
ভুক্তভোগী পবন এর বড়ভাই শুভ অভিযোগ করেন, তিন বন্ধু মিলে ফ্যাশন স্কয়ার হয়ে জ্যাকব টাওয়ারের সামনে গেলে স্থানীয় ৪/৫ জন তরুণ বখাটে ছেলে তাদেরকে (পর্যটকদের) ডেকে নিয়ে যায় আদালত ভবনের পূর্বপাশের নির্জন স্টেডিয়ামের ভিতর। সেখানে নিয়ে তাদেরকে মারধর করেন এবং ৩০হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পবনের বিকাশে থাকা ৫ হাজার টাকা নিয়ে দ্বিতীয় দফায় আবার মারধর শুরু করেন। এসময় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বাড়িতে থেকে বখাটেদের বিকাশে আরো ১০ হাজার টাকা আনেন। এর পরেও ক্ষান্ত হননি তারা ভুক্তভোগীদের ব্যবহারকৃত ২টি মোবাইল নিয়ে তাদের ছেড়ে দেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ