ওয়াসিম শেখ,স্টাফ রিপোর্টারঃ
মামলা করার ৬ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি অভিযানিক দল ভিকটিম উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মোঃ আল-আমিন (২৯) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী বাজার গ্রামের মোঃ আব্দুল কাদের ছেলে।
গত ১৭ এপ্রিল ২০২৪ ইং বিকাল অনুমান ০৩.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা থানাধীণ হানুরবাড়াদি গ্রামস্থ বাদীর বাড়ির পিছনে পাঁকা রাস্তার উপর থেকে ভিকটিম মোঃ তামিম হোসেন (০৭) কে আসামী মোঃ আল-আমিন (২৯) অপরহণ করে। এ বিষয়ে ভিকটিমের বাবা সুন্নত আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ধারা- ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/২০২০) একটি মামলা দায়ের করেন।
মামরার ভিত্তিতে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (১৮ এপ্রিল ২০২৪ ইং) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীণ চন্দনগাঁতী দক্ষিনপাড়া গ্রাম থেকে ভিকটিম উদ্ধার পূর্বক আসামী মোঃ আল-আমিন (২৯)কে গ্রেফতার করে সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করার আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ