আ: ছাত্তার মিয়া -নরসিংদী:
নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়নে, আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা,আলোচনা , মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
গত: ২৩ জুন। প্রতিষ্ঠার ৭৫তম বছরে পা রাখছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ। দীর্ঘ এই পথচলায় বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সব প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে একের পর এক পালক যুক্ত হয়েছে সংগঠনটির হাত ধরে।
পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। দিবসটি উপলক্ষে এরই মধ্যে সারদেশ ব্যাপী চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা,তারই ধারাবাহিকতায় পাইকারচর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
গত:২৩-ই জুন রবিবার বিকাল ৩টায় নরসিংদী সদর উপজেলা পাইকারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ।
এবং কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয়ে দোয়া ও মিলাদ শেষে, আলোচনা পর্ব ও সর্বশেষ কেক কাটা হয়।
অনুষ্ঠানটিতে আওয়ামীলীগ প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন,মাধবদী থানা আওয়ামীলীগের আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম, পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃশহিদুল্লাহ, ও ছাত্রলীগ নেতা সোহাগ সহ নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ইউনিয়নবাসী ।
অনুষ্ঠান শেষে সবাার মাঝে তবারক বিতরণ হয়।