মহসিন আলম মুহিন
আমি জন্মেছি বাংলায়-
“মা”তোমায় ভালবাসি,
তুমি দিয়েছো মা আশ্রয়
তাই হাসি মধুর হাসি।।
তুমি আছো রবি ঠাকুরের
কবিতা, ছন্দ, সুরের বীণায়,
তুমি আছো বাংলার কবিদের
প্রেরণা-রচনা-কথামালায়।।
তুমি আছো তোমার মাঝে
দেখি আমার মহান নেতা-
তোমার মাঝেই পাই খু্ঁজে
প্রিয় পতাকা-প্রিয় স্বাধীনতা।।
তোমার কাছে হাজার চাওয়া
দাবি মোদের রাশি রাশি,
দাও মাগো দাও মুক্ত হাওয়া-
আমরা তোমায় ভালবাসি।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
দেশঃ- বাংলাদেশ
মোবাইল নং – ০১৭১৬৯১৩৯৩৯