কোলকাতা সংবাদদাতা: ২৬শে মার্চ, ২০২৪: ইমাম হাসান (আঃ) এর শুভজন্মদিন উপলক্ষে কোলকাতায় ইফতারে মজলিস আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও কাদেরী টাইমসের। সত্যের পথেঃ ১৫-ই রমযান দ্বিতীয় ইমাম হযরত হাসান (আঃ)-এর শুভ জন্মদিবস, সেই খুশি উপলক্ষে ২৬শে মার্চ মঙ্গলবার কাদেরী টাইমস পত্রিকা ও আলোর দিশা সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় কোলকাতার মিল্লি আল আমীন কলেজের অডিট্যারিয়ামে একটি মনোজ্ঞ ইফতারের মজলিস ও কাদেরী টাইমস পত্রিকার রমজান সংখ্যা প্রকাশ হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি কলকাতা মৌলানা আজাদ কলেজর আরবি বিভাগের প্রধান অধ্যাপক জনাব পীরজাদা ড.মৌওলানা সৈয়দ মুস্তফা মুর্শেদ জামাল শাহ্ আলম কাদেরী, জনাব পীরজাদা সৈয়দ মুতারসিদ আলী আল কাদেরী, বাসুবাটি মেজ হুজুর দরবারের জনাব পীরজাদা সৈয়দ তৌফিমুল ইসলাম হোসেইন আল কাদেরী , অধ্যাপক জনাব ওয়েজুল হক সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রধান কর্ণধার। ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আমিরুদ্দিন ববি,কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব আনসার মন্ডল, কলকাতা হাইকোর্টের আইনজীবী জনাব নাসিরুল হোসেন জনাব মৌওলানা শাব্বির আলী ওয়ারশি, কলকাতা রয়েড স্টিট জামে মসজিদের এমাম জনাব মওলানা শাব্বির আলী মিসবাহি ,লোকাল পিপিল সামাজিক সংগঠনে চিয়ারম্যান জনাব সাইফুদ্দিন, জনাব সৈয়দ মহঃ আহমদ, ও অন্যান সম্মানীয় বৃন্দগন৷ অনুষ্ঠানটি প্রধান তত্ত্বাবধানে ছিলে সংস্থার সম্পাদক জনাব সৈয়দ মিনহাজ হুসেইন আল-হুসেন। উক্ত অনুষ্ঠানে পত্রিকা উদ্ভোধন করেন কলকাতা পৌরনিগমের এম. আইসি. ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আমিরুদ্দিন ববি। মজলিসে দোওয়া করেন পীরজাদা ড. সৈয়দ মুস্তফা মুর্শেদ জামাল শাহ্ আলম কাদেরী। সংস্থার সভাপতি জনাব মহঃ জাহাঙ্গির, কামরান হোসেন,মইন আক্তার, সেখ হাসান, সাকির আলম, লাকি আলী, নুদরাত পারভিন, মহঃ সালমান উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে মাধ্যমে ঐক্য ও শান্তির বার্তার মাঝে ভালোবাসার পায়গাম পৌঁছানো হয়৷ অনুষ্ঠানে সকল উপস্থিত ব্যক্তিদের মোবারক বাদ জানানো হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ