নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় ‘চিনি’ ও এক হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘আনার ফল’ জব্দ করেছে পুলিশ। জব্দ করা চিনির মূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও আনার ফলের মুল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।
১৮ মার্চ আটককৃত জুনাইদ ও আলী আকবরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গত ১৭ মার্চ দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। ওই সময় জুবাইদ হোসেন (১৬) নামে কাভার্ডভ্যানের সহকারিকে (হেলপার) আটক করা হয়। সে নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে।
অপরদিকে একই দিন রবিবার রাত ১০টার দিকে দুর্গাপুর পৌরশহরের মধ্য বাজারের ফল মহালে অভিযান চালিয়ে এক হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘আনার ফল’ সহ আলী আকবর (৬৫) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে।
দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও আনার ফল জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ