মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর থেকে অজ্ঞাত নারীর( ২৩আনুমান) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (২৬ জুন) সকাল ১২টায় দিকে ভাঙ্গা থানা পুলিশ নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের বিলের ভিতরের কাশবন থেকে এ-ই অজ্ঞাত লাশটি উদ্ধার করেছে পুলিশ।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও অফিসার ইনচার্জ মামুন আল রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বিশ্রি গন্ধ পায়। এরপর তারা কাশবনের ভিতর লাশ দেখতে পেলে। বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের অধিকাংশ জায়গার মাংস খসে গেছে। লাশটির সাথে নীল রঙের থ্রি পিস ও ওড়না রয়েছে।
ভাঙ্গা থানার উপ- পরিদর্শক অমিয় মজুমদার বলেন, লাশটি পচা গলা। ধারনা করা হচ্ছে লাশটি কোনো নারীর। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ