মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ভাঙ্গায় পুকুর থেকে অজ্ঞাত নারীর(৫০) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের খালাসি বাড়ির পুকুর থেকে এই লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে এলাকার লোকজন পুকুরে গোসল করতে গেলে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে থানার নিয়ে আসে। লাশটি দেখতে এলাকার কয়েকশত লোকজন পুকুর পাড়ে ভিড় জমায়। তবে কেউ ওই অজ্ঞাত নারীকে চিনতে পারিনি।
ভাঙ্গা থানার উপ- পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, লাশটি চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা গ্রামের হাবিব খালাসির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। লাশের পরনে গোলাপী রঙের সোয়েটার ও হলুদ রঙের সালোয়ার রয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ফরিদপুর থেকে লাশের পরিচয় সনাক্তের জন্য পি বি আই ভাংগা থানায় আসে। কিন্তু তারা এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করতে পারে নি।এবং অজ্ঞাত লাশটি সনাক্ত করার জন্য চেষ্টা চলছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ