ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় বামনকান্দা রেলওয়ে জংশনে “জাহানাবাদ এক্সপ্রেস”ট্রেনের ইঞ্জিনসহ ১টি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে শুক্রবার(৯ মে) রাত ৯.১০ মিনিটে আউটারে লাইনচ্যুত হয় ট্রেনটি। ট্রেনের সামনের ইঞ্জিন এবং লাগেজ ভ্যান দুইটি এক লাইন হইতে অন্য লাইনের উপর চলে যায়। দুর্ঘটনার কারণে আপাতত পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা বামনকান্দা রেল জংশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খায়রুজ্জামান সিকদার জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়াতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুলনা ও পাকশি থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে । দুর্ঘটনায় ট্রেনের যাত্রীরা নিরাপদে আছে এবং কেহ আহত হয় নাই।