ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় জব্বার শেখ (৬৫) নামক এক কৃষকের বসতঘর, গোয়াল ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।অগ্নিকাণ্ডে জব্বার শেখের ৫টি ছাগল, ঘরের আসবাবপত্র,স্বর্ণের অলংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এ সময় জব্বার শেখের ভাই তোরাবালি শেখের বসত ঘর সহ ঢেঁকি ঘর পুড়ে গেছে এবং সামাদ শেখের ঘরের আংশিক অংশ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ড সূত্রপাত জানা যায়, আগুনের ছাই নিয়ে গরু ঘরের মাটিতে বিছিয়ে দিয়ে এবং এর স্ত্রী ইফতারের জন্য ঘরে চলে আসে।গরুর ঘরে মশারিতে অজান্তে এক পর্যায়ে আগুন লেগে যায়।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাংগা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জব্বার শেখ জানান, ঘরে আগুন লাগার সময় আমি মসজিদে ছিলাম। আগুনের খবর শুনে সবাই দৌড়ে বাড়ি আসি। সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু কিছুই রক্ষা করতে পারিনি। আমার ঘরে নগদ ৬০ হাজার টাকা, ৫ ভরি পরিমাণ স্বর্ণ, কিছু ফসল সহ মূল্যবান সামগ্রী ঘরে থাকা সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পুরোপুরি নিঃস্ব। আমার ৪ ছেলে ও ২ মেয়ে। নিয়ে খোলা আকাশের নিচে পরিবারটি নিয়ে বসবাস করছি। আমার এখন কি হবে।
চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। জব্বার শেখ একজন দরিদ্র কৃষক। আগুনে তার বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর সহ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া তার ভাইয়ের ঘর আংশিক পুড়ে গেছে। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।