শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১:ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিপংকর বর্মন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ আফরোজ সুলতানা ,বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু, ১০ নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর রহমান চৌধুরী শাহীন, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি এবং অর্থদৃষ্টি পত্রিকার সাংবাদিক মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আঙ্গুর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার ( রুবেল ) সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন ।
সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও জুলাই ২৪ এর গণঅভ্যুখানের তাৎপর্য সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়ার তাগিদ দেন। আগামী ২১শে ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।