শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ ২০২৪) সকালে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ চত্বরে শহীদ মিনারে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সতিশ চন্দ্র বর্মন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এবিএম নুরেজ আহমেদের নেতৃত্বে সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের
মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন কবি নন্দিত সাহিত্য সংগঠন কবিতার মাটি বাংলাদেশ এর সভাপতি কবি তাইজুল মন্ডল, সাধারণ সম্পাদক কবি কালিদাস রায়, সহ-সভাপতি ডাঃ নিখিল সারথী শর্মা, সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল আলম সাজু প্রমুখ।
শেষে গোলাপগঞ্জ ডিগ্রী কলেজ চত্বরে শহীদ মিনারে “স্বাধীনতা আমার স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও পাথরঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সতিশ চন্দ্র বর্মন তিনি তার সভাপতিত্বর বক্তব্যে বলেন, ২৬ মার্চ একদিনে ঘটেনি। এর পিছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২১ বছরের সংগ্রাম ছিল। বাঙালী জাতির জীবনে স্বাধীনতা দিবস আনন্দ ও বেদনার একটি দিন। দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে উপ মহাদেশ ভাগের পর থেকে পশ্চিম পাকিস্তানিরা বাঙালীদের শোষন-শাসন করে আসছিল। সেই শোষনের অবসান ঘটিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন এই স্বাধীনতা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ