শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে চুরি ছিনতাই রোধ করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে, অভিযান চালিয়ে এক রাতেই চিহ্নিত ছয়জন চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বীরগঞ্জ থানা পুলিশ
গতকাল রোববার (১লা মার্চ২০২৫) রাতে বীরগঞ্জ থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে ও দিক নির্দেশনায় চৌকস পুলিশ অফিসারদের সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি মামলার আসামী কাহারোল উপজেলার রামপুর ঘনপাড়া এলাকার, নিপেন চন্দ্র দাসের ছেলে কমল বাবু দাস(৩০),
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মধ্য ভোগডোমা এলাকার মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৪), ও আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (২৫), উপজেলার চাকাই এলাকার কাসেম আলীর ছেলে শাহিন আলম(২০),
উপজেলার রাজিবপুর এলাকার শুকুর আলীর ছেলে মোঃ জহিরুল (৩০), এবং বেলতলী বাজার এলাকার সুরুজ আলীর ছেলে মোঃ সুমন (২২) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানে অংশ নেন এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মোঃ সিরাজুল আওলাদ সুমন, এএসআই মোহাম্মদ আলী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
সংবাদের সত্যতা নিশ্চিত করে,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, অনাকাঙ্ক্ষিত চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারকৃতরা সকলেই চুরি মামলার আসামী তিনি চুরি ছিনতাই দমন করতে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ