মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষীপুর প্রতিনিধি
আগামী ২০,ও২২,ও২৩,ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজি তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হইতে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মাঠে প্রিলিমিনারি স্ক্রিনিং এ উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত কনস্টেবল নিয়োগ সংক্রান্তে কোন অনৈতিক সুবিধা প্রদানকারী ও গ্রহনকারী উভয়ের বিরুদ্ধে প্রচলিত আইনানুসারে ব্যবস্থা গ্রহন করা হবে। আসন্ন কনস্টেবল পদে নিয়োগে কোন ব্যক্তি কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। কনস্টেবল নিয়োগ সংক্রান্তে কোন প্রার্থী আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সম্পূর্ন মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই নিয়োেগ অনুষ্ঠিত হবে।
নিয়োগ সংক্রান্তে প্রতারক ও দালাল চক্রের কোন তথ্য পেলে সরাসরি পুলিশ সুপার, লক্ষ্মীপুর অথবা লক্ষ্মীপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম (০১৩২০-১১২৮৯৮) কে অবহিত করার জন্য বলা হইল।