বিকাল বার্তা প্রতিবেদক;;
হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ মো.জামাল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার(১০ এপ্রিল) রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৮ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো.জামাল মিয়া (৩০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর এলাকার বাসিন্দা এবং জাল নোট বাজারজাতকারী চক্রের একজন সদস্য।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে। এই চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে সিলেটসহ সারাদেশের বিভিন্ন মার্কেটে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা