আরিফুল (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় বিএনপির একটি স্থানীয় পার্টি অফিসে হামলা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক নেতাদের ছবি পোড়ানোর ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মে (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ২ টা ২০ মিনিটের সময় অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি ওসমানপুরে অবস্থিত বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসে প্রবেশ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই সঙ্গে অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঘটনার পরদিন ৪ মে সকালে ওসমানপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে নয়জনকে নামীয় আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০–১২ জনকে আসামি করা হয়। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা নং-০১, তারিখ- ০৪.০৫.২০২৫ ইং, দণ্ডবিধি ১৪৩/৪৪৮/৪৩৫/৪২৭/৫০০/৫০৬/১১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতার হওয়া দুই আসামি হলেন
১. মোঃ রাজু শেখ (৪০), পিতা–মোঃ লিয়াকত শেখ, স্থায়ী ঠিকানা–ওসমানপুর, থানা–খোকসা, জেলা–কুষ্টিয়া
২. মোঃ মাসুদ শেখ (৪৪), পিতা–মোঃ লিয়াকত শেখ, স্থায়ী ঠিকানা–ওসমানপুর, থানা–খোকসা, জেলা–কুষ্টিয়া
ওসি আরও জানান, “বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ গুরুতর অপরাধের আওতাভুক্ত। তদন্ত সাপেক্ষে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।