ক্রাইম রিপোর্টার জসিম হোসেন ঝিনাইদহ।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামে একের পর এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয়দের উদ্যোগে ১২ সদস্যের একটি পাহারাদার দল নিয়মিত পাহারা দিলেও অপরাধীরা রাত্রিকালীন হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল রাত আনুমানিক ২টার দিকে চারজন কালো পোশাকধারী সশস্ত্র ডাকাত ধারালো অস্ত্রসহ অজিত মোল্লার বাড়িতে হানা দেয়।
ডাকাত দল তার পুত্রের প্রবাসযাত্রার জন্য সংরক্ষিত তিন লাখ টাকা লুট করে। তারা আলমারি ভেঙে অর্থ সংগ্রহের সময় বাড়ির সদস্যরা গভীর নিদ্রায় ছিলেন। তবে পালানোর মুহূর্তে অজিত মোল্লার স্ত্রী জেগে ওঠেন এবং সাহসিকতার সঙ্গে এক ডাকাতের পোশাক টেনে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল তার হাতে ধারালো অস্ত্রের আঘাত করলে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।
একাধিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন। তবে এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন সংযোগ পাওয়া যায়নি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ