রুবিনা আক্তার নিজস্ব প্রতিনিধি:
শিল্প কারখানার দূষণ নিয়ন্ত্রণ, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন এবং ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ, সেবা প্রদান প্রতিশ্রুতি অবহিতকরণ ও সুশাসন প্রতিষ্ঠায় কুড়িগ্রামে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে মার্চ) বেলা ১১টায় পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
এসময় শিল্প-কারখানার প্রতিনিধি সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভাপতি তার বক্তব্যে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক ইটভাটা পরিচালনার জন্যে ইটভাটার মালিকগণকে নির্দেশনা প্রদন করেন। পাশাপাশি আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকায় অবস্থিত ইটভাটার কার্যক্রম বন্ধকরণ সহ ব্লকের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে সবাইকে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহারের অনুরোধ জানান এবং সরকারি কাজে পর্যায়ক্রমে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়টি সভায় অবহিত করা হয়। পরিশেষে, তথ্য অধিকার আইন বিষয়ে সবাইকে অবহিত করা সহ দ্রুত সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।