রামপাল(বাগেরহাট) সংবাদদাতা।।
রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ।
ভোজপাতিয়া ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মোঃ ইমন শেখের পিতা- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ভোজপাতিয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমান মৎস্যজীবী দলের সভাপতি, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ সোলায়মান শেখ ও ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ আল-ইমরান শেখ কে ২৭-০২-২০২৫ তারিখ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের সময় মোঃ ঘোড়া আলম (৪২), সিট মরিজ ইসমাইল(৫০) সহ আরো ভোজপাতিয়া ইউনিয়নে প্রিন্স বাহিনীর ১৮-২০ জন বিএনপি নেতাকর্মীদের উপর পরিকল্পিত ভাবে হামলা চালায় । আলম ও ইসমাইল সহ সন্তাসীরা দোকানে ঢুকে সোলাইমান, আল - ইমরান, সোহাগ,আসিক, এর উপর রামদা দিয়ে কুপিয়ে জখম করে রাস্তায় পেলে রেখে পালিয়ে যায়। এবং ঘের কেনা নগদ ২২ হাজার টাকা এবং ৩ টি মোবাইল ছিনিয়ে নেয়।
সন্ত্রাসী দলে অন্তর্ভুক্ত ছিলো সওকাত (৪৯), শরিফুল (৪০), ফারুক ( ৫০), বাইজিত (২৯), মারুফ (৩৬), মোতালেব (২৮), জিল্লু( ৪৮), আলি আজম (৩৬), লেকওয়াত (৫৮) ,
উক্ত ঘটনার সত্যতা জানতে চাইলে রামপাল উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মোঃ ওহিদুল ইসলাম জানান তিনি ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছিল এবং সন্ত্রাসী প্রিন্স বাহিনী এলাকায় আতংক সৃষ্টি করতেছে । ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন শেখ জানান সন্ত্রাসী প্রিন্স বাহিনীর সারা এলাকায় নৈরাজ্য সৃষ্টি করতেছে ।
কৃষিবিদ শামীমুর রহমান শামীম উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ।
অভিযোগের বিষয়ে প্রিন্সের কাছে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানার জন্য, রামপাল উপজেলা অফিসার ইনচার্জ সেলিম রেজার কাছে জানতে চাইলে, তিনি বলেন আমরা একটা অভিযোগ পেয়েছি, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনুক ব্যবস্থা গ্রহণ করব।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ