মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
খানসামা উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (২ মে) উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে।
বিকাল ৪ ঘটিকায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রশিদুল ইসলাম ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সফিউল আলম, আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানসামা উপজেলা শাখা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি দিনাজপুর জেলা বিএনপি, ১নং যুগ্ন আহ্বায়ক খানসামা উপজেলা শাখা।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অবঃ) মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহরিয়ার জামান শাহ্ (নিপুন) সাবেক সদস্য জেলা পরিষদ দিনাজপুর, মোঃ মোহসিন আলী শাহ্, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানসামা উপজেলা শাখা।
সার্বিক সহযোগিতায় ছিলেন রুস্তম আলী, যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানসামা উপজেলা শাখা, আব্দুল খালেক মাহামুদ যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খানসামা উপজেলা শাখা।
প্রধান অথিতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া মহফিল ও দেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনসহ রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা পালন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।