*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার)* , নেত্রকোণা: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি নেত্রকোণা জেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কায্যকরী কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিচালনা পরিষদ। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ময়নুল হক চৌধুরী সাক্ষরিত কমিটিতে আব্দুর রউফ কে সভাপতি ও মোকশেদুল মুর্শেদ কে সিনিয়র—সহ সভাপতি করে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। নেত্রকোণা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটিতে মোঃ গিয়াস উদ্দীন ও বাবু সনজিৎ কুমার সাহা রায় (রিন্টু)কে সহ— সভাপতি ও সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শফিক হসান খান (মোহন), মোঃ আজাদ রহমান, মোঃ কাইয়ুম খান উত্থান, আলোক সরকার, দ্বীন মোহাম্মদ হাবিব খান, মোঃ মোজাম্মেল হক (সবুজ), এমদাদুল হক, বিপ্লব কুমার তরফদার, সুজন রায়, প্রণব রায় (রাজু), রাজন কুমার সরকার, আবুল হাসনাত মোঃ ফারুক (লিটন), মোঃ আল আমিন। গণমাধ্যমের সাথে আলাপকালে নব অনুমোদিত কমিটির সভাপতি আব্দুর রউফ বলেন, আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে সভাপতি হিসেবে মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ায়। আমি আমার উপর অর্পিত দায়িত্ব শতভাগ সততা ও নিষ্ঠার সাথে পালন করতে সচেষ্ট থাকিব। উক্ত কমিটির সিনিয়র সহ—সভাপতি মোরশেদুল মোরশেদ জানান আমরা নব—নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই নব উদ্যমে কাজ শুরু করে দিয়েছি। নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রয়, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন, ফার্মেসী রেজিষ্ট্রেশন কোর্স পরিচালনা, এবং কেমিস্টদের স্বার্থ সংরক্ষণে সর্বোচ্চ চেষ্টা করব। কেন্দ্রীয় নির্দেশনা মেনে একটি মডেল কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি গঠন করতে পারব বলে আমরা আশাবাদী।