মোঃজাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে দীর্ঘ ১৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম রাকিবুল ইসলাম ওরফে রবি মিয়া (৩৩)। সোমবার (২৪ মার্চ) দুপুরে তার নিজ বাড়ি থেকে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রবি মিয়া সৈয়দপুর শহরের রসুলপুর এলএসডি গোডাউন এলাকায়। সে ওই এলাকার মৃত শাহ আলম ও নুরজাহান দম্পত্তির ছেলে। তার বিরুদ্ধে ২০০৭ সালে মাদক মামলা দায়ের হয়। মামলা নম্বর জিআর ড্রাগ কেস ৩৮/৭। এ মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকতার হোসেন বলেন, রবি একজন চিহ্নিত মাদক বিক্রেতা। ২০০৭ সালে মাদক সহ আটক হয়। তখন ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৩-গ ধারায় মামলা হয়। কিন্তু জামিনে বের হয়ে দীর্ঘ ১৮ বছর ধরে সে পলাতক ছিল।
এরপর তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন সাজা হয়। এর প্রেক্ষিতে ওয়ারেন্ট জারী হওয়ায় আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছি। দুপুরে তাকে নীলফামারীর জেলা হাজতে পাঠানো হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ