মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
একটি গানের কয়েকটি লাইন ফেসবুকে পোস্ট করেছিলেন বগুড়ার সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির। সেই পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে—যদি এই গানটির কথাতেই প্রকৃতপক্ষে ধর্ম অবমাননা থাকে, তাহলে সেই গানের গীতিকার, সুরকার কিংবা শিল্পীর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি? কোনো মামলা হয়েছে কি? কেউ প্রতিবাদ করেছে কি?
যদি না হয়ে থাকে, তাহলে এ ঘটনার উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—এটা কি শুধুমাত্র একজন সাংবাদিককে টার্গেট করে করা হলো? ব্যক্তিগত প্রতিহিংসা কিংবা উদ্দেশ্যমূলক কোনো প্রেক্ষাপট কি এখানে কাজ করছে?
এই গ্রেফতার যদি সত্যিই ন্যায়সঙ্গত হতো, তাহলে সমানভাবে সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তা না করে শুধু আব্দুল ওয়াহেদ ফকিরকে গ্রেফতার করাটা স্পষ্টতই পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ।