মো: বেলাল হোসেন, জেলা প্রতিনিধি জয়পুরহাট: "গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে" শ্লোগানে জয়পুরহাটে সেরাকণ্ঠের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার(২৭ জানুয়ারি) বিকাল ৪: ২০ মিনিট হতে রাত্রি ১০:৪৫ মিনিট পর্যন্ত শহরের সার্কিট হাউজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
ফাইনাল রাউন্ডে ১০ জনের প্রতিযোগীতায় অংশ গ্রহণে বিচারকের দায়িত্ব পালন করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, ফাহমিদা নবী ও শিল্পী মিঠু হাসান।
দিন শেষে এ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ক-বিভাগে মোঃ মুন ইসলাম ও খ-বিভাগে আক্কেলপুর উপজেলার হাফিজুর রহমান।
প্রতিযোগীতাই সাত মাসের লড়াই এর মধ্যে দিয়ে জেলার ৫টি উপজেলার সকল ইউনিয়নের ৩ হাজার প্রতিযোগি আংশ গ্রহন করেছিলেন।
যার মধ্যে থেকে চুরান্ত পর্যায়ে ক-বিভাগে উঠে আসে শামীম রেজা রিফাত, সুদিপ্ত সরকার, অংকিত, মোহন,আকাশ মন্ডল, অনুপ কুমার মালী, এবং খ-বিভাগে উঠে আসে কনিকা দেবনাথ, মাহমুদুন নবী সনি,রেজাউল ইসলাম, মোমিনুর রহমান,হাফিজুর রহমান।
দুই বিভাগের চ্যাম্পিয়নরা পেয়েছেন ৫০ হাজার টাকা ও ট্রফি, ১ম রানার্স আপরা ৩০ হাজার টাকা ও ট্রফি ২য় রানার্স আপরা ২০ হাজার টাকা ও ট্রফি এবং চতুর্থ ও পঞ্চম ১০ হাজার টাকা। সেই সাথে প্রত্যক জন সনদ পেয়েছেন।
এ ছাড়া বাদ পরা সকল প্রতিযোগিকে সন্মানিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
এ ছাড়া আর উপস্তিত ছিলেন জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিক মহল, বিভিন্ন ইউনিয়ন উপজেলা থেকে আগত অবিভাবক,ছাএ শিক্ষক সহ গান পিপাসু ভক্ত বৃন্দু।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ