গত ১৪ মার্চ ২০২৫ তারিখে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “নাটোরের সিংড়ায় এলজিইডি প্রকৌশলীর কাছ থেকে ৩৬ লাখ টাকা জব্দ” শীর্ষক সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর। প্রকৌশলী ছাবিউল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার কর্মকর্তা, যিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন।
প্রকৌশলী ছাবিউল ইসলামের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। উক্ত অর্থ তাঁর ব্যক্তিগত জমি বিক্রির বৈধ লেনদেনের অংশ, যা আইনানুগভাবে অর্জিত এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই বহন করা হচ্ছিল। ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টাকার উৎস সম্পর্কে প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করেছেন।
কিন্তু দুঃখজনকভাবে, কোনো ধরনের প্রমাণ ও সত্যতা যাচাই ছাড়া কিছু মহল তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে, যা তাঁর দীর্ঘদিনের সৎ ও নিষ্ঠাবান কর্মজীবনের সুনাম নষ্ট করার অপচেষ্টা।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও ব্যক্তি বিশেষকে অনুরোধ করছি, প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় দিতে। অন্যথায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষিত থাকবে।
পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষে,
গাইবান্ধা এলজিইডি প্রকৌশলী বৃন্দ