হাসান আলী: প্রতিনিধি:(জামালপুর)
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ পৌরসভার ডাম্পিং স্টেশন নির্মাণাধীন প্রকল্পটির মেয়াদ দেড় বছর আগে শেষ হলেও গত ছয় মাস ধরে নির্মাণ কাজ বন্ধ । এদিকে নির্মাণ কাজ বন্ধ থাকলেও । কবে থেকে আবারো শুরু হবে নির্মাণ কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ জানেন না ।
দেওয়ানগঞ্জ পৌরসভার তথ্য অনুসারে, নির্মাণাধীন ডাম্পিং স্টেশনটি ‘নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)’ এর একটি প্রকল্প। যার দাতা সংস্থা ‘জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)’ । উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের আওতায় ডাম্পিং স্টেশনটি নির্মাণ হচ্ছে । প্রকল্প বাস্তবায়নে পৌরসভার কর্তৃপক্ষ তিন একর জমি অধিগ্রহণ করেছে । প্রকল্পের নির্মাণ ব্যায় ৭ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৯ টাকা । ঠিকাদারি প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে র্টান কন্সট্রাকশন । মালিক নাহিদ আল হাসান । কিন্তু সাব ঠিকাদার হিসাবে কাজ করছে মির্জা শিপন ।
২০২২ সালের জুন মাসে ডাম্পিং স্টেশনটির নির্মান কাজ শুরু হয় । প্রকল্পটির নির্মাণ মেয়াদ ছিলো ৩৬০ দিন । নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত দেড় বছরের অধিক সময় ব্যয় করেছে ঠিকাদার । এর মধ্যে আবার গত ৫ই আগষ্ট হতে ছয় মাসের অধিক সময় ধরে নির্মাণ কাজ বন্ধ । পৌরসভা কর্তৃপক্ষ জানায়, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও উপজেলা জনস্বাস্থ্য অফিসে বারবার তাগিদ দিলেও কাজের কোন অগ্রগতি মেলেনি ।
দেওয়ানগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অফিসের সহকারী প্রকৌশলী মো. মাজেদুর রহমান বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণ প্রকল্পে ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি । অতিরিক্ত সময় বাড়িয়ে নিয়েছে । এখনও প্রকল্পটির সিভিল কাজের ৩০ শতাংশ বাকি এবং মেকানিক্যাল শতভাগই বাকি । ঠিকাদার আওয়ামীলীগ নেতা হওয়াই গত ৫ই আগষ্ট হতে লাপাত্তা । এখন পর্যন্ত কাজ বন্ধ । ঠিকাদারের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছেনা । তবে ঠিকাদারকে অফিসিয়ালি চিঠি ইস্যু করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।
উল্লেখ্য ডাম্পিং স্টেশনটির নির্মান কাজ বন্ধ থাকায় নির্মাণ সামগ্রীগুলো নষ্ট হয়ে যাচ্ছে ।