,,,,,,,স্টাফ রিপোর্টার,,,,,
পাবনা ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ থেকে আওয়ামী লীগ সমর্থিত তিন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আজ দুপুরে উত্তেজিত জনতার অবরোধের পর তাদের আটক করা হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু সদস্য ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে অবস্থান করছ এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ভবনটি ঘেরাও করে। পরে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।আটককৃতরা হলেন দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ হোসেন বাঁকী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন খান এবং দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম মাঝি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।