এম বেলাল প্রতিনিধি পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে প্রায় দুই শতাধিক লোকজনের উপস্থিতিতে এ মানববন্ধন হয়।
রায়হানপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন , রায়হানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক মো. রিয়াজ, ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক বাদল মিয়া, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. নাইম, রায়হানপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন মিয়াসহ প্রায় দুই শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা মাদক ব্যবসা করেছে, এখনো তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ইউনিয়নে হাসান সরদার, বশির, বাতেন, হাসিবসহ একাধিক মাদক ব্যবসায়ী রয়েছে। যারা যুব সমাজের মাঝে এই মাদক সরিয়ে দিচ্ছে, এতে যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। যারা এই মাদকের ব্যবসা করছে অতি দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করেন এবং যারা প্রশ্রয় দেয় তাদেরকেও আইনের আওতায় আনার জোর দাবি করেন বক্তারা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ