মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ একটি হত্যা মামলার ৩’জন পলাতক আসামী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুসুম্বা ইউপির জয়হার গ্রামের শহিদুল ইসলামের ছেলে আয়নাল ইসলাম, আল আমিন ও শহিদুল ইসলামের স্ত্রী জহুরা বেগম।
মামলায় জানাযায়, আসামীদের সাথে দীর্ঘদিন যাবৎ বাদী পরিবারের সাথে জমিজমার দন্দ ছিল। গত ২৯ জানুয়ারি/২৫ আসামীরা বাদীর বাবার পৈতৃক সম্পত্তিতে আইল দেয় দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো দেশীয় অস্ত্র লাঠি সোটা সহ হামলা করে সাইদুল ইসলামের মাথায় আঘাত করে। এতে গুরত্বর রক্তাক্ত আহতাবস্থায় সাইদুরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যায়। থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, নিহত সাইদুলের কন্যা মোছাঃ আয়শা ছিদ্দিকা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিল। পুলিশের সারাশি অভিযানে ৫’মার্চ (বুধবার) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী বাইপাস থেকে তাদের গ্রেফতার করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম বলেন, থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা হলে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজুতে প্রেরণ করে।