মোহাম্মদ মাহাবুব আলম,স্টাফ রিপোর্টার :
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় মহানন্দা নদীতে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় পাথর উত্তোলনের সময় সীমান্ত নদী মহানন্দার বাংলাদেশ অংশে এই অস্ত্র উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, বাংলাবান্ধা ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন। এ সময় ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকায় শ্রমিকদের জালে গুলিসহ পুরাতন অস্ত্রটি উঠে আসে। খবর পঞ্চগড় ১৮ বিজিবির গোয়ালগছ ক্যাম্পের টহলরত সদস্যরা অস্ত্রটি গুলিসহ উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আমরা একটি অস্ত্র ১০ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছি। অস্ত্রটির লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে কোন লেখা বুঝা যাচ্ছে না। পরিত্যক্ত অস্ত্রটি কোন সময়ের তাও বলা মুশকিল। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ