শাকিল আহমেদ ক্রাইম রিপোর্টার।
আইন অমান্য করে পঞ্চগড় জেলা প্রশাসনের অনুমোদন না নিয়ে ইট প্রস্তুতির জন্য আবাদি জমি থেকে মাটি কাটার দায়ে দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদ্বার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের আইন লঙ্ঘণ করে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় পরিবহণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার লক্ষীদ্বার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স কেএমআর ব্রিকসের মালিক মিজানুর রহমান ও মেসার্স এসএবি ব্রিকসের মালিক সাবিনা ইয়াসমিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ ভ্রাম্যমাণ আদালতে নগদ প্রদান করেন ইটভাটা দুটির ম্যানেজাররা। পরে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।
আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান। এ সময় পরিবেশ অধিদফতরে পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ