*নিজস্ব প্রতিরিনধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা* : ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠনগুলো। ০৩ মার্চর রবিবার সকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে জমায়েত হয় নারী-পুরুষ। পরে সেখান থেকে নানা স্লগানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সামাজিক প্রতিরোধ আন্দোলনের ব্যানারে ডিসি অফিস আসে। বিক্ষোভকারীরা ডিসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক শিক্ষক সকল শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ সমাবেশ থেকেই জেলায় ঘটে যাওয়া এ পর্যন্ত ৪৭৩০ টি ঝুলে থাকা নারী শিশুর মামলার সুরাহা চেয়ে ডিসির কাছে প্রতিবেদন দেয়া হয়। এসময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস এগুলোকে দ্রুত নিষ্পত্তির ব্যপারে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, জেলা নারী নির্যতান প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, সাবেক সম্পাদক কোহিনূর বেগম, নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী, বারাসিকের মো অহিদুর রহমান, মহিলা পরিষদের ফাহমিনা সুলতানা তোতা, নাগরিক কমিটির জেলা সংগঠক রফিকুল ইসলাম শুভ, আব্দুল গাফফারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা জেলার যে সকল নারী শিশু নির্যতনের মামলা রয়েছে সেগুলোর শাস্তি দ্রুত সময়ে নিশ্চিত করার পাশাপাশি মাগুরার শিশুকে পাশবিক নির্যাতনের দায়ে অভিযুক্তর স্ত্রী ছেলেসহ সবগুলোকে ফাঁসির দন্ড দিয়ে দৃষ্টান্ত স্থাপনের দাবী জানায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ